লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্য আওয়ামী লীগ অভিযোগ করেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।
সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে নস্যাৎ করতে খালেদা জিয়া ও লন্ডনে পালিয়ে থাকা তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিলে দেশী-বিদেশীদের সাথে নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছেন।
আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও ও খুন-রাহাজানির মাধ্যমে বিগত বছরগুলোতে দেশে যে পরিস্থিতির সৃষ্টি করেছিলেন ঠিক সেইভাবে নৈরাজ্যকার পরিস্থিতি তৈরি করে সরকার উৎখাত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে গোপন বৈঠক করছেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দেশে হাওয়া ভবনের মাধ্যমে তারেক রহমান যেভাবে চাঁদাবাজি করতেন ঠিক একই কায়দায় লন্ডনের কিংস্টনে বসে চাঁদাবাজি করছেন। ইউটিউব খুললেই এই চাঁদাবাজির কথা শুনতে পাওয়া যায়।
সংবাদ সস্মেলনে বলা হয়, ২০১৩ সালের নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে বিএনপির আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ২৫ বিলিয়ন টাকার ক্ষতি হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সভাপতি জালাল উদ্দিন, সামসুদ্দিন মাস্টার, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দেওয়ান গৌছ সুলতান, সৈয়দ মোজাম্মিল আলী, শাহ শামীম, সাজ্জাদ মিয়া, আনসারুল হক, কাওসার চৌধুরী, সিতাব চৌধুরী, সৈয়দ ছুরুক আলী, কয়েছ চৌধুরী, নূরুল হক লালা মিয়া, ব্যরিস্টার অনুকূল তাকূলদার ডালটন, আ স ম মিসবাহ, ব্যারিস্টার শাহ আলম, জামাল খান জোবায়ের আহমদ ও হোসনেয়ারা মতিন সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।
Leave a Reply