লন্ডন প্রতিনিধি : চিকিৎসার জন্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন।
রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৭ নম্বর ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে টারমিনাল থ্রিতে পৌঁছেন।
এসময় তাকে বরণ করতে যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের নেতৃত্বে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী খালেদা জিয়ার যুক্তরাজ্য আগমনের প্রতিবাদ জানাতে বিমানবন্দরে অবস্থান নেন।
এ পরিস্থিতিতে চলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোাগান। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশি হস্তক্ষেপের কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে বিমানবন্দরে পৌঁছার পর তারেক রহমানকে জড়িয়ে ধরেন খালেদা জিয়া। এরপর নিজে গাড়ি চালিয়ে মাকে ভাড়া করা কটেজে নিয়ে যান ছেলে। সেখানেই বিএনপি প্রধান সহ কয়েক জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।
তবে ভিড় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থলের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
তারেক রহমানের কটেজে তার স্ত্রী, মেয়ে এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন খালেদা জিয়া। পরে উঠবেন তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাসায়। এর বেশি তারেক রহমান ছাড়া আর কেউ জানেনা।
যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া চিকিৎসার পাশাপশি যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ঘোষণা সহ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য বিষয়ে তারেক রহমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
Leave a Reply