নিজস্ব প্রতিবেদক : চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৈনিক নগদ মজুরি ন্যূনতম ৪০০ টাকা নির্ধারণ সহ ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন, মোমিন ছড়া পঞ্চায়তের সভাপতি লিটন কুমার মৃধা। বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জেলা গণতন্ত্রী পর্টির সভাপতি আরিফ মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, ন্যাপের সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদের সমন্বয়ক আবু জাফর, অধ্যাপক ড আবুল কাশেম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিপিবির যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, সুরমা ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ। পরিচালনায় ছিলেন, সন্দীপ রঞ্জন নায়েক।
Leave a Reply