তোফায়েল আহমেদ, মালয়েশিয়া : এশিয়ার পর্যটন সমৃদ্ধ দেশ মালয়েশিয়ার সৌন্দর্য্যের বর্ণনা বলে বা লিখে শেষ করা যাবেনা। এমন অপার সৌন্দর্য্যের লীলাভূমিকে যদি আবার সাজানো হয় নিজ হাতে তাহলে তো নিঃসন্দেহে স্বপ্নপুরী। ঠিক এই মুহূর্তে সারা মালয়েশিয়াকে স্বপ্নপুরীর মতই মনে হচ্ছে।
এভাবে মালয়েশিয়ায় চায়নিজদের সবচেয়ে বড় উৎসব ‘চায়নিজ নিউ ইয়ার’ উপলক্ষে প্রতি বছরই প্রতিটি শহর ও বন্দরকে বর্ণিল সাজে সাজানো হয়।
‘গং সি ফা চাই’ এর বাংলা অর্থ ‘নতুন বছর আপনার জন্য সমৃদ্ধি বয়ে আনুক বা শুভ নববর্ষ।’ এটা চীন, সিঙ্গাপুর, তাইওয়ান ও হংকংয়ের চায়নিজদের সবচেয়ে বড় উৎসব। তবে মালয়েশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন।
অন্যান্য দেশে শুধু চায়নিজরা এ উৎসব পালন করলেও মালয়েশিয়ায় সকলেই আশায় থাকেন বছরের এই উৎসবের জন্য। কারণ ‘চায়নিজ নিউ ইয়ার’ মানে লম্বা ছুটি আর মোটা অংকের বোনাস। যেখানে বিদেশী শ্রমিকরা ঈদের দিনও ছুটি পায়না সেখানে বেশিরভাগ মিল কারখানার মালিক চায়নিজ হওয়ায় সরকারিভাবে দুই দিন ছুটি হলেও চায়নিজরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে এক-দুই সপ্তাহ। কোন কোন প্রতিষ্ঠানে মেলে বেতন সমান ডবল বোনাসও।
টানা লম্বা পাবলিক হলিডের শনিবার প্রথম দিন। তাই প্রতিটি শহর, বিপণি বিতান ও বাড়িগুলোকে সাজানো হয়েছে চায়নিজ বিশেষ কাপড়ের রঙিন সাজে। পুরান ঢাকার বর্ণাঢ্য ঈদ মিছিলের মত এখানেও আয়োজন করা হয় ঐতিহাসিক চিংগে প্যারেড।
সারা বছর মালয়েশিয়া জুড়ে কোথাও কমলা খুঁজে পাওয়া যায়না। অথচ ‘চায়নিজ নিউ ইয়ার’কে কেন্দ্র করে জায়াগায় জায়গায় বসেছে কমলার স্টল। বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হয় এই কমলা। কারণ কমলা ছাড়া যে নিউ ইয়ারই বৃথা।
‘চায়নিজ নিউ ইয়ার’ এ মালয়েশিয়ায় থাকে কমলার ছড়াছড়ি, চায়নিজ বসদের অধীনে কাজ করা সকল শ্রমিক ও চায়নিজ সকল সরবরাহকারী তাদের ক্রেতাদের উপহার স্বরূপ কমলা দেন।
Leave a Reply