নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ চালের বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, গত ২১ ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ শাখা থেকে জারি করা এ নির্দেশনায় বলা হয়েছিল, চালের বস্তায় ধানের জাত, মিলগেটের মূল্য, উৎপাদনের তারিখ, ওজন এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা (জেলা ও উপজেলাসহ) লেখা থাকতে হবে; কিন্তু দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলা পরিদর্শন করে খাদ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে যে, বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মিল মালিক, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করে থাকেন। তখন ভোক্তারা ন্যায্যমূল্যে পছন্দমতো চাল কিনতে অসুবিধায় পড়েন ও আর্থিকভাবে ক্ষতিগ্রন্ত হন। এ অবস্থা থেকে উত্তরণ, চালের বাজারমূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং ধানের নামেই যাতে চাল বাজারজাত করা হয় সে বিষয়টি নিশ্চিত করতে সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে।
সিলেট চেম্বার সভাপতির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল থেকে কার্যকর হওয়া খাদ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, মিল মালিকের সরবরাহ করা সকল প্রকার চালের বস্তায় ধানের জাত, মিলগেটের মূল্য, প্যাকেটের ওজন (৫০, ২৫, ১০, ৫ ও ১ কেজি) ও উৎপাদনের তারিখ উল্লেখ থাকতে হবে। লেখা থাকতে হবে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা (জেলা ও উপজেলা সহ)। করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা কার্যকর হবে। তবে প্রতিষ্ঠান চাইলে মিলগেটের দামের সঙ্গে উল্লেখ করতে পারবে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যও। এর ব্যত্যয় ঘটলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন আইন-২০২৩ এর ধারা-৬ ও ধারা-৭ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনটির ধারা-৬ এ অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ড এবং ধারা-৭ এ অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা ১৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডের বিধান রয়েছে।
তাহমিন আহমদ চালের বাজার স্থিতিশীল রাখতে ও জনস্বার্থে সরকারি এই নির্দেশনা মেনে চলতে সকল চাল মিল মালিক, সরবরাহকারী, আড়ৎদার ও ব্যবসায়ীর প্রতি আহবান জানান।
Leave a Reply