নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর চালিবন্দর মহাশ্মশান ঘাটের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। এখানে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে এ উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হলো।
শুক্রবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী চালিবন্দর মহাশ্মশানের আধুনিকায়ন কাজ উদ্বোধন করে বলেন, মহানগরীর উন্নয়ন ধারাবাহিকতার অংশ হিসেবেই শ্মশানঘাটের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এছাড়া অন্যান্য শ্মশানঘাটের উন্নয়নেও সিসিকের আলাদা আলাদা প্রকল্প রয়েছে।
‘চালিবন্দর মহাশ্মশান আধুনিকায়ন ও অবকাঠামো সুবিধা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় শ্মশান চত্বরে একটি কালি মন্দির, শেষকৃত্যানুষ্ঠানের জন্য ৫টি চুলা ও পুকুর সংরক্ষণে রিটেইনিং ওয়াল নির্মাণ এবং সৌন্দর্য্যবর্ধণ করা হবে।
এছাড়াও শ্মশান চত্বরে একটি ভবন নির্মাণ করা হবে, যেখানে শ্মশানের কার্যালয় ও পূজারী-দর্শণার্থীদের জন্য অপেক্ষা গৃহ থাকবে। নির্মাণ করা হবে একটি সুপ্রশস্ত নাটমন্দির। প্রকল্প বাস্তবায়নে প্রথম পর্যায়ে সাড়ে ৩ কোটি টাকা ব্যয় হবে।
উদ্বোধনকালে ছিলেন, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দ, চালিবন্দর শ্মশান সংস্কার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিভাশশ্যাম যাদন, মলয় পুরকায়স্থ, বিশ্বজিৎ দত্ত, চন্দন দাশ, ডা পরেশ চন্দ্র দেবনাথ, উত্তম ঘোষ, রাখাল দে, অ্যাডভোকেট সন্তু দাস, কিশোর ভট্টাচার্য জনি ও সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply