সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও মটরযান আইন সম্পর্কে চালক/ শ্রমিকদের সচেতন’ করার লক্ষ্যে ট্রাফিক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চারখাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল খালিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) তরুণ কুমার চাকমা, চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলী ও চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী দত্ত পুরকায়স্থ।
Leave a Reply