নিজস্ব প্রতিবেদক : সিলেটে কলেজছাত্র মিসবাহ আহমদ তাহা হত্যা মামলার অন্যতম আসামি রানা আহম্মেদকে র্যাব ৯ গ্রেফতার করেছে।
শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে মহানগরীর বন্দর বাজারে মধুবন মার্কেটের সামনে থেকে রানা আহম্মেদকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ সুরমার হাজি মাঝপাড়ার মৃত সিদ্দিক আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা আহম্মেদ এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
র্যাব ৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৬শে নভেম্ব রাত ৮টার দিকে মহানগরীর জিন্দাবাজারে কাজী ম্যানশনের বিপরীত পাশে ইতালী হোটেলের সামনের রাস্তার উপর মিসবাহ উদ্দিন তাহাকে বন্ধুদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে গলা কেটে হত্যা করা হয়। এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কোতয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়। হত্যাকাণ্ডের পরপর র্যাব ৯, আসামি সনাক্তকরণ, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে একটি বিশেষ গোয়েন্দা দল নিয়োগ করে। তদন্তে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কবির, রানা ও রাব্বি সহ কয়েকজনের নাম উঠে আসে।
র্যাবের তদন্তে প্রাপ্ত তথ্য ও আদালতে কবিরের ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে রানা আহেম্মদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে র্যাব ৯ এর একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে।
মামলার প্রধান আসামি কবির আহমদ বৃহস্পতিবার ঢাকায় গ্রেফতার হয়।
Leave a Reply