সুনামগঞ্জ প্রতিনিধি : অবিলম্বে চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি তানজিল মিয়া, সহ সভাপতি নাসির উদ্দিন, সাব্বির আহমদ, প্রিয়াংকা দাস ও শিপ্রা চক্রবর্তী।
বক্তারা বলেন, তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন; কিন্তু সরকারের সব সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
Leave a Reply