নিজস্ব প্রতিবেদক : পরিবহণ শ্রমিক ইউনিয়নের চাঁদা বৃদ্ধির প্রতিবাদে পরিবহণ মালিকদের ডাকে সিলেট-ঢাকা মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।
ঢাকা-সিলেট লাক্সারি বাস মালিক সমিতির ডাকে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এতে মারাত্মক বিপাকে পড়েছেন যাত্রীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাস টার্মিনালে গিয়েও বাসা না পেয়ে তাদরেকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, চিকিৎসা সহায়তা ও মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারকে সহায়তার লক্ষ্যে কল্যাণ তহবিল গঠন করতে গাড়ি প্রতি ৩০ টাকা চাঁদার পরিবর্তে ৫০ টাকা আদায় করা হচ্ছে।
তারা জানান, শ্রমিকদের নিকট থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে।
এর বিরুদ্ধে মালিক সমিতির ধর্মঘট আহ্বানকে পরিবহণ শ্রমিক ইউনিয়ন নেতারা রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
Leave a Reply