ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট বিভাগীয় সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজিত কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল মাস্টার ফুটবল প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
শেষখবর পাওয়া পর্যন্ত জেলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় প্রতিযোগিতার সেমিফাইনাল চলছিল।
প্রতিযোগিতা শুরু হয় সকালে। উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের নির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম সহ ক্রীড়াঙ্গনের আলোকিত জনরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সাংবাদিকদের একটি এবং চল্লিশোর্ধ খেলায়াড়দের নিয়ে গঠিত প্রবাসীদের একটি, সিলেটের দুটি, সুনামগঞ্জের একটি, মৌলভীবাজারের একটি ও হবিগঞ্জের একটি দল অংশ নেয়।
Leave a Reply