হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিবেক বলে পরিচিত মহান ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ আইনজীবী সৈয়দ আফরোজ বখত আর নেই।
মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্যে সিলেট নেওয়ার পথে নবীগঞ্জে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। সৈয়দ আফরোজ বখত স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।
তিনি হবিগঞ্জে আইন পেশায় ৫০ বছর পূর্ণ করেন। সন্ধ্যা ৭টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে মরদেহ সমাহিত করা হয়।
অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখতের মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জহিরুল হক শাকিল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply