নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিলেট বিভাগে চলমান সকল উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন ।
শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা দেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প চলাকালীন প্রকল্প পরিচালকরা এলাকায় অবস্থান না করায় সময় মতো কোন প্রকল্পই শেষ হয়না। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট পরিচালককে সশরীরে এলাকায় থেকে কাজ সম্পন্ন করতে হবে।
পর্যালোচনা সভায় সিলেট বিভাগের কমিশনার এবং সকল জেলা প্রশাসক ছাড়াও সংশ্লিষ্ট দফতরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply