বানিয়াচং প্রতিনিধি : চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বুধবার বানিয়াচং আসছেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি বানিয়াচং উপজেলা শাখার আমন্ত্রণে তিনি আসছেন বলে জানা গেছে।
তার আগমন উপলক্ষে বুধবার বেলা ২টা থেকে বানিয়াচং বড়বাজারে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি আব্দুল মোছাব্বির খান জানান, মাহফিলে মাগরিবের নামাজের পর চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বয়ান করবেন এবং এশার নামাজের পূর্ব পর্যন্ত তার বয়ান চলবে।
মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং সহ জনবহুল স্থানগুলোতে ব্যানার টানানো হয়েছে।
Leave a Reply