সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, আবুল হোসেন, যুবলীগ নেতা বদিউজ্জামান বদি, হাবিব গনি চৌধুরী, রুবেল আহমেদ, নেছার আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনফর আলী টুক্কু, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজীব প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ছয়টি জেলার হাওর এলাকায় ফসল ডুবির ঘটনা ঘটছে। অন্য ৫টি জেলার কোন ঠিকাদারকে আসামি না করে সুনামগঞ্জের ঠিকাদারদের বিরদ্ধে মামলা করা হয়েছে উদ্দেশ্য মূলকভাবে। দুদক পিআইসির বিরুদ্ধে কোন মামলা করেনি।
Leave a Reply