ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর অগ্রগামী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
এলাকার মুরব্বি ও শিক্ষানুরাগী জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চন্দরপুর অগ্রগামী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি বাহার উদ্দিন, সহ সভাপতি জুবেল আহমেদ, সম্পাদক সাইফুল ইসলাম, সহ সম্পাদক সাদিক হোসেন ইমন, সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা হোসেন আহমেদ ও সাইফুল ইসলাম।
প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সাথে তিনি পরিচিত হন।
Leave a Reply