বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে সমাজে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তাক্বওয়া অর্জনের এ মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে।
শুক্রবার বিকেলে মহানগরীর সোবহানিঘাটে একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের উপ কমিশনার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো উবায়দা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পুলিশ পরিদর্শক আব্দুল আউয়াল চৌধুরী, হাইব্রিড সিটির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো কবির আহমদ ও মধুবন মিষ্টি বিপণির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম।
চট্টগ্রাম সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক মো খুরশেদ বিন ইছহাকের পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট বি এন ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ সালাহ উদ্দিন কামাল, খালেকুজ্জামান, সলিমুল্লাহ চৌধুরী, নিজাম উদ্দিন, হামিদুর রহমান খান, নাজিম উদ্দিন, আবুল মনছুর প্রমুখ।
পরে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিধসে নিহতদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply