উৎফল বড়ুয়া : ঐ দেখা যায় পদ্মা সেতু, ঐ আমাদের মান/ঐ খানেতে গাও সবাই, বাংলাদেশের গান।’ ‘প্রমত্ত পদ্মায় চোখ জুড়িয়ে যায়/নতুন জীবনে সবাই, যায় ছুটে যায়।’
এমনি সব পদ্মার গান, কবিতা ও নৃত্যের আনন্দ উচ্ছ্বাসে চট্টগ্রামে জমে উঠেছিল শিশু কিশোরদের পদ্মা উৎসব। পদ্মা সেতু নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ ও মিলনায়তনে এ আয়োজনের সূচনা হয়।
বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় পদ্মা উৎসবে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের পুনর্মিলনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান।
বাংলাদেশের প্রথম কমিউনিটি স্টুডিওর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক। কমিউনিটি স্টুডিওর স্টার্ট আপ পরিচালক সরোয়ার আমিন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, দেশের সেরা রাঁধুনি খেতাবপ্রাপ্ত বিশিষ্ট রন্ধনশিল্পী জোবাইদা আশরাফ, সংগীতশিল্পী অনামিকা তালুকদার ও শিক্ষাবিদ সাজ্জাদ উদ্দীন।
আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই গৌরী ললিতকলা একাডেমির শিশুশিল্পীরা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। পরে সবাইকে আকর্ষণীয় উপহার ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি সৈয়দ উমর ফারুক বলেন, পদ্মা সেতু নিয়ে এই ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য কর্মস্পৃহা ও সাহসিকতায় নির্মিত পদ্মা সেতু এখন বাস্তবতা। এই সেতু বিশ্বে বাংলাদেশকে সম্মান ও মর্যাদার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
বিশেষ অতিথি মাহফুজুল হক চৌধুরী বলেন, পদ্মা সেতুর পর যে কর্ণফুলী টানেল উদ্বোধন হবে সেটা বাংলাদেশকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
রন্ধন শিল্পী জোবাইদা আশরাফ বলেন, হাজারো ইলিশের মাঝে পদ্মার ইলিশ স্বাদে গুণে অনন্য।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply