নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করতে এসে অবরুদ্ধ দুর্নীতি দমন কমিশনের এক পরিচালক সহ কয়েকজন কর্মকর্তা প্রায় দুই ঘণ্টা পর পুলিশের সহায়তায় মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দুদক পরিচালক শিরিন পারভীনের নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ে ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী আব্দুল আজিজকে গ্রেফতার করে তিনতলা থেকে নিচে নামতে গিয়ে অন্যান্য কর্মচারীর তোপের মুখে পড়েন।
এ সময় দুদকের উপ সহকারী পরিচালক রঞ্জন কুমার কর্মকার ও ওয়াহিদ মঞ্জুর সোহাগ, কনস্টেবল মিছবাহ উদ্দিন ও গাড়ি চালক বিপ্লব জেলা প্রশাসক কার্যালয়ের বিক্ষুব্ধ কর্মচারীদের হাতে লাঞ্ছিত হন।
অন্যদিকে গ্রেফতারকৃত আব্দুল আজিজ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা প্রশাসকের জিম্মায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ কর্মচারীরা জেলা প্রশাসক কার্যালয় ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে দুদক কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগর পুলিশ এসে অবরুদ্ধ অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন জানান, এ ঘটনার ব্যাপারে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply