NEWSHEAD

ঘরে বসে ভ্যাট দেওয়ার আহ্বান জানিয়ে সিলেটে ভ্যাট দিবস পালিত

Published: 11. Dec. 2019 | Wednesday

নিজস্ব প্রতিবেদক : ‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এবং ‘অনলাইনে সুবিধা নিন, ঘরে বসে ভ্যাট দিন’-এ প্রতিবাদ্য নিয়ে সিলেটে আন্তর্জাতিক ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে।
মঙ্গলবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উদ্যোগে মহানগরীর মেন্দিবাগে কাস্টমসের প্রধান কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেট কর অঞ্চলের কমিশনার রনজীত কুমার সাহা। সভাপতিত্ব করেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনীর।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা