নিজস্ব প্রতিবেদক : কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেফতার সানাউল ইসলাম সাদির বাসা থেকে বোমা তৈরির উপকরণ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সানাউল ইসলাম সাদিকে নিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি বহর সিলেট মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকায় তার বাসায় যায়। সেখান থেকে বোমা তৈরির উপকরণ ১৪০টি দিয়াশলাই, ২টি স্যানিটারি পাইপের সকেট ও ল্যাপটপ জব্দ করা হয়।
এর আগে সন্ধ্যায় সানাউল ইসলাম সাদির পাসপোর্ট জব্দ করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিট সোমবার তাকে বাসার সামনে থেকে গ্রেফতার করে। পরে আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে।
একটি সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে সানাউল ইসলাম সাদি হযরত শাহজালাল (র) মাজারে একটি বোমা পুঁতেছিল; কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি।
Leave a Reply