সিলেটে ২০০৭ সালের ১৪ মে তৎকালীন সেনা সমর্থিত সরকারের আমলে জেলা, মহানগর ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ৪০ নেতাকে একসাথে গ্রেফতার ও কারা নির্যাতনের যুগপূর্তি উপলক্ষে স্মৃতিচারণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মহানগরীর ধোপাদিঘির পাড় এলাকার একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এর আয়োজন করেন।
এতে স্মৃতিচারণ ও তখনকার পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। পরিচালনায় ছিলেন, জেলার উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী।
Leave a Reply