বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিলটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহালের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর বিএনপির সদস্য আব্দুস সহিদ প্রমুখ।
Leave a Reply