মৌলভীবাজার প্রতিনিধি : একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলা যুবলীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
বুধবার দুপুরে রায় ঘোষণার পরপর জেলা যুবলীগের উদ্যোগে চৌমোহনায় দলীয় কার্যালয় থেকে যুবলীগ মিছিল বের করে। এতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন সহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমোহনায় ফিরে আসে। এরপর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এ রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। অবিলম্বে রায় কার্যকর করতে হবে।
Leave a Reply