সুনামগঞ্জ প্রতিনিধি : একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুরে পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে কামারখালী সেতুর কাছে পুলিশের বাধার মুখে পড়ে।
তাই সেখানেই তাৎক্ষণিক এক সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান।
সমাবেশে বক্তারা বলেন, আজকে আইনের নামে বেআইনি কাজ করা হচ্ছে।
Leave a Reply