গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিওনের সাবেক চেযারপার্সন ও গ্রেটার ম্যানচেস্টারের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাফিজুর রহমানের মৃত্যুতে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস রিজ্ওনের উদ্যোগে নিউপোর্ট নিউ লাহুর রেস্টুরেন্টে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ আসকর আলীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শাহ শাফি কাদিরের পরিচালনায় শোকসভা প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মকিস্ মনসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কমিউনিটি লিডার শেখ তাহির উল্লাহ, লিয়াকত আলী, আসাদ মিয়া, ছালিক মিয়া, সৈয়দ আমান উল্লাহ খোকন, ইউসুফ খান জিমি, বদর উদ্দীন চৌধুরী বাবর, বেলায়েত হোসেন খান, রকিবুর রহমান, ফখরুল ইসলাম, এম এ রউফ, সালেহ আহমদ, ইকবাল আহমদ, আব্দুল ওয়াহিদ বাবুল, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, কামরুল ইসলাম, মোহাম্মদ আজহার, মকলিস মিয়া ও আশরাফুল ইসলাম।
Leave a Reply