গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেছেন, গ্রীনপ্লান সিলেটের বনজ-ফলদ-ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। সবাইকে জানাতে হবে, নিজেকে বাঁচাতে বৃক্ষ রোপণের বিকল্প নেই।
শনিবার গ্রীনপ্লান সিলেটের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার হযরত ওমর ফারুক (র) একাডেমি প্রাঙ্গণে ফলদ-বনজ-ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এর আগে গ্রীনপ্লান সিলেটের চেয়ারম্যান মুস্তাক চৌধুরী সংগঠনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহিন উদ্দিন ও মনজুর আহমদ, সেক্রেটারি আলী হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিব আহমদ, অর্থ সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী সদস্য এখলাছুর রহমান, রেবেকা জাহান রোজি, হযরত ওমর ফারুক (র) একাডেমির প্রিন্সিপাল মর্তুজা আলী সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
রোপিত সকল চারাগাছ এখলাছুর রহমান দিয়েছেন।
Leave a Reply