আবু তাহির, ফ্রান্স : গ্রিস আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি রাকিব মৃধা ও সাধারণ সমপাদক মিজানুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াতের এজেন্ট, হাইব্রিড ও আওয়ামী লীগের লেবাসধারীরা দীর্ঘ ১২ বছর পর আয়োজিত গ্রিস আওয়ামী লীগের সম্মেলন বানচালের চেষ্টা করেছিল; কিন্তু ব্যর্থ হয়েছে।
এক সংবাদ সম্মেলনে তারা জানান, গ্রিস সময় ১০ মে গ্রিস আওয়ামী লীগের সর্বস্তরের কর্মী ও নেতৃবৃন্দ ষড়যন্ত্রকারীদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে গ্রিসের ইতিহাসে আওয়ামী লীগের সফল সম্মেলন সম্পন্ন করেন। এতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি সহ দলের বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
তারা দাবি করেন, বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নকারীদের যে বা যারা প্রশ্রয় দিয়ে গ্রিস সম্মেলন পণ্ড করার চেষ্টা করেছে তারা কখনো সত্যিকার আওয়ামী লীগার হতে পারে না। আগামী দিনে সত্যিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই সব ষডযন্ত্রের জবাব দিতে হবে।
নেতৃবৃন্দ আরো অভিযোগ করেন, বিভিন্ন দেশে আওয়ামী লীগ বিরোধী চক্র এক হয়ে আওয়ামী লীগেরই কিছু কচ্ছপ শ্রেণির নেতার প্রশ্রয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে। মিথ্যা প্রচার ও মিথ্যা লেখা দিয়ে সত্যকে ঢাকা যাবে না।
তারা আওয়ামী লীগের ইউরোপের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির ব্যবস্থা করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন গ্রিস আওয়ামী লীগের নেতা এম এ সামাদ মাতুব্বর, নান্নু খালাসী, আলিম খালাসী, করিম চাচা, মোশারফ হোসেন লিয়াকত, রানা মল্লিক ও সোহেল উজির এবং যুবলীগের রাসেল, জাকির, আহমেদ আলী, গাজী নিপু, সুমন পাটোয়ারী, রমজান, অকিল জামাল প্রমুখ।
Leave a Reply