বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে সংগঠনের সিলেট বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন, ঢাকার পৃষ্ঠপোষকতায় সিলেট মহানগরীর কিনব্রিজ ও আলী আমজাদের ঘড়ি সংলগ্ন এলাকা জুড়ে ২৯, ৩০ ও ৩১ মার্চ এই উৎসব চলবে।
সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ আয়োজনে থাকছে মণিপুরীনৃত্য, লোকনৃত্য, লোকগীতি, লোকনাট্য, ঢাক-বাদন, বিয়ারগীত, ঝুমুরনৃত্য, কাঠিনৃত্য, পুঁথিপাঠ, পালানাটক, লাঠিখেলা, আইলামবর, মালজোড়া ইত্যাদি।
উৎসবে সিলেট বিভাগের ৪ জেলা থেকে আগত দল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা অংশ নিচ্ছেন।
এছাড়াও উৎসব প্রাঙ্গণে থাকছে কুষ্টিয়া থেকে আগত লোক বাদ্যযন্ত্রের স্টল, লোক বিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট এম এ জি ওসমানী অঞ্চলের ৩ দিনব্যাপী এ উৎসব প্রতিদিন বিকেল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত ১০টায়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply