নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক মতবিনিময় সভায় বিচার ও পুলিশ বিভাগের কর্মকর্তারা অভিমত রেখেছেন, স্বল্প সময়ে বিনা খরচে মানুষ যাতে বিচার পায় সরকার সে জন্যেই গ্রাম আদালত গঠন করেছে। এই গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখলে দেশের আদালতগুলোতে মামলার সংখ্যা অর্ধেকে নেমে আসবে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে শনিবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচকরা আরো অভিমত রাখেন, গ্রাম আদালত এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিচারকাজে প্রয়োজনীয় সময় দিতে পারেন না। এ অবস্থায় প্রাক্তন চেয়ারম্যান বা মেম্বার অথবা অবসরপ্রাপ্ত কোন প্রধান শিক্ষককে গ্রাম আদালতের বিচারক করা যেতে পারে। তাহলে বিচারকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
আরো অভিমত ব্যক্ত করা হয়, গ্রাম আদালতের বিচারককে প্রচলিত স্থায়ী আদালতের কাছে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। বিচার বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন সেখানে বিচারকাজে সংশ্লিষ্টদেরকে। এক ইউনিয়নে একাধিক গ্রাম আদালত স্থাপন করা যেতে পারে।
মতবিনিময় সভার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ড গোলাম মর্তুজা মজুমদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ড তবারক উল্লাহ, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, ইউএনডিপির জাতীয় প্রকল্প সমন্বয়ক সরদার আসাদুজ্জামান ও ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি এডওয়ার্ড পেসেন ডরফার।
কর্ম অধিবেশনের আলোচনায় অংশ নেন, সিলেটের মুখ্য বিচারিক হাকিম কাজী আবদুল মান্নান, স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিনহা, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাসলিমা শারমিন, বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বিশেষজ্ঞ শিরিন সুলতানা লিরা ও জেলা ফেসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম।
Leave a Reply