নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, মুখ্য বিচারিক হাকিম কাজী আব্দুল হান্নান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা। স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, লোকার গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর আবু হানিফা তালুকদার ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম। এছাড়াও মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশ নেন।
প্রধান অতিথি ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব বলেন, গ্রাম আদালতে সঠিক ও স্বচ্ছভাবে বিচার সম্পন্ন হলে মানুষ অনেক ক্ষতি থেকে রেহাই পাবে এবং গ্রামে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান বলেন, সিলেট অঞ্চলের মানুষ আইন মেনে চলেন।
মুখ্য বিচারিক হাকিম কাজী আব্দুল হান্নান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা করতে হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, মানুষের দোরগোড়ায় বিচারিক সেবা পৌঁছে দিতেই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, গ্রাম আদালতকে মানুষের আস্থায় আনতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা বলেন, গ্রাম আদালতের বিচারকরা বাস্তবতার নিরিখে বিচার করে থাকেন।
Leave a Reply