নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, গ্রামের সীমানা নির্ধারণ নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। এ নিয়ে শুক্রবার দুপুর ২টায় উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে দক্ষিণ সুরমা থানার দুই পুলিশ সদস্য সহ শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply