গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আওতাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর শাখার বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মধ্যে মঙ্গলবার খাদ্য সহায়তা হিসেবে মাথা পিছু নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আবুল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোনাল অডিট অফিসার মো আবু তালেব, সিলেট এরিয়ার এরিয়া ম্যানেজার মো তাহেরুল ইসলাম, শাখার ব্যবস্থাপক সজল মোহন নন্দী।
প্রধান অতিথি মোহাম্মদ আবুল হোসেন জানান, সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদেরকে চিকিৎসা সহায়তা, গৃহ মেরামত ঋণ ও পুঁজি সহায়ক ঋণ প্রদান করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply