নিজস্ব প্রতিবেদক : সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সিলেট বিভাগের নেতৃবৃন্দ একটি গ্রহণেযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন।
সোমবার সকালে মহানগরীর দরগা গেট এলাকার একটি হোটেলে ‘শান্তি জিতলে জিতবে দেশ’ স্লোগান নিয়ে ‘শান্তিতে বিজয়’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এ দুই দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, বর্তমান সরকার সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে চায়।
অন্যদিকে বিএনপি নেতারা বলেন, সরকার একদিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে অন্যদিকে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও মৌলভীবাজার জেলা সহ সভাপতি অপূর্ব কান্তি ধর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রকল্প পরিচালক আলিমুল এহসান। এছাড়া সংস্থাটির চিফ অব পার্টি ক্যাটি কোরের শুভেচ্ছা বার্তা প্রদর্শন করা হয়। পরে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে মৃত্তিকায় মহাকাল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply