নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে সিলেট জেলা পুলিশ বিশেষ আয়োজন করেছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
এ ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে পুলিশ সদর দপ্তরের নিদের্শনা মোতাবেক জেলা পুলিশ মাওয়া প্রান্তে উদ্বোধন পর্ব বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ হতে আকাশে বেলুন উড়িয়ে আনন্দ প্রকাশ করা হয়।
পরে একটি ব্যতিক্রমী শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর স্বপ্নের পদ্মা সেতুর আদলে তৈরি বিশাল আকৃতির কেক কাটেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, ‘পদ্মা সেতু আমাদের গৌরবের প্রতীক-আমাদের অহংকার।’
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পদ্মা সেতু শুধু দক্ষিণবঙ্গের আর্থসামাজিক উন্নয়নে প্রভাব বিস্তার করবে না বরং সিলেট তথা সমগ্র দেশের আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করবে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply