নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবন নির্মাণে ভয়ঙ্কর কারচুপির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পাওয়া গেছে, নির্মাণকাজে প্রয়োজনীয় রড ব্যবহার না করার। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের তিন সহযোগীকে আটক করা হয়েছে।
প্রায় এক বছর ধরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের চারতলা ভবনের নির্মাণকাজ চলছিল। ইতোমধ্যে দুইতলার কাজ শেষ হয়ে গেছে। তৃতীয়তলায় চলছিল ছাদ ঢালাইয়ের প্রস্তুতি। এই সময়ে কারচুপি ধরা পড়ে। এতে দেখা যায়, রড লাগানো হয়েছে তাও যথাযথ নিয়ম না মেনে। এতে ভবনটি যেকোন সময় ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে।
অভিযোগ পেয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের গভর্নরি বডির সভাপতি ইয়াহইয়া চৌধুরী ভবনটি পরিদর্শন করেন।
তিনি জানান, পুষ্পা কনস্ট্রাকশন ও শাহ আলম এন্টারপ্রাইজ এই নির্মাণকাজ করছিল।
Leave a Reply