নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিক্সা শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের সময় ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় ১২১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ই ডিসেম্বর গোয়ালাবাজারে অটোরিক্সা স্ট্যান্ডের দখল নিয়ে পূর্ব বিরোধের জেল ধরে অটোরিক্সা শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসমনানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান। দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ১৮ আগস্ট আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর পরিদর্শক এমরান হোসেন।
এই অভিযোগপত্রের শুনানিকালে মামলার ১২৭ জন আসামির মধ্যে ১২১ জন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply