গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেকের বড়ভাই গোয়াইনঘাট বাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুর রাজ্জকের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বর্তমান সভাপতি এম এ মতিন, সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মো আলী হোসেন, মো করিম মাহমুদ লিমন ও প্রচার সম্পাদক দূর্গেশ চন্দ্র বাপ্পি আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
অপরদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা চেয়াম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা চেয়াম্যান জয়নাল আবেদিন, ভাইস চেয়াম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়াম্যান অফিয়া বেগম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন, ওসি তদন্ত হিল্লোল রায়, সেকেন্ড অফিসার বদিউজ্জামান, সিলেট চাষীকল্যাণ সমিতির সভাপতি সাঈদুর রহমান, শিক্ষক আবুল হোসেন, হাজি হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা বেগম, সহকারী শিক্ষক নাসিমা বেগম, সাহাব উদ্দিন এবং প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রাজা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ রাজা, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গোয়াইনঘাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা রেহান উদ্দিন এবং পরিসংখ্যানবিদ আব্দুল মালেক সহ অনেকে শোক প্রকাশ করেছেন।
Leave a Reply