র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯, সিলেটের একটি বিশেষ দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোয়েনঘাট উপজেলার ল্যাংড়া হাওড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে।
তবে এ সময় কাউকে গেস্খফতার করা সম্ভব হয়নি। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রায় ১১০ বোতল নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫ শ টাকা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে র্যাব জানায়, মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ ভারত থেকে অবৈধ পথে বিভিন্ন ব্যান্ডের মদ সিলেটে এনে মজুদ করতো। তারা বস্তা বেঁধে পুকুরের মধ্যে অথবা মাটির নিচে কাঠের বাক্স আকৃতির বিভিন্ন প্রকোষ্ঠ তৈরি করে তা সংরক্ষণ করতো। কোন কোন ক্ষেত্রে তারা মানুষের দৃষ্টির সম্মুখে আবর্জনার মধ্যে এমনভাবে মাদকগুলো রাখতো, যাতে সাধারণ মানুষের কোন সন্দেহ না হয়। পরে সময়-সুযোগ বুঝে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব নিষিদ্ধ পণ্য বিক্রি করতো।
উদ্ধারকৃত মাদক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply