গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত ৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিনের সঞ্চালনায় বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ, সংবাদকর্মী মিনহাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বলেন, সম্ভাবনাময় গোয়াইনঘাটকে ঢেলে সাজাতে নিজস্ব আয় বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। নিজেদের স্বল্প আয় দিয়ে বিশাল এ উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে।
Leave a Reply