সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশে স্বৈরাচারী শাসনের মাত্রা ছাড়িয়ে গেছে। দেশের ভেতরে থেকেও দেশীয় শাসনের যাঁতাকলে বন্দি অবস্থায় আছি। বুক ভরে শ্বাস নিতে এবং মুখ খুলে কথাও বলতে পারছি না।
বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমেদর সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক হুসেন আহমদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার সোহেল, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, বিএনপি নেতা আমির উদ্দিন, নূরুল ইসলাম, এনামুল হক তরফাদার, যুবদল নেতা আব্দুর রহমান মেম্বার, রুবেল আহমেদ, যুবদল নেতা শামীম আহমদ ও আবু কাওছার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply