গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার দুপুরে লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয় মাঠে ৫ কেজি করে ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করেন চেয়াম্যান মাহবুব আহমদ। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন, ইউপি সদস্য কামাল উদ্দিন, এনামুল হক, মশাহিদ আলী, শাহেদ আহমদ, বিলাল উদ্দিন, রুবেল আহমদ, হেলাল উদ্দিন (হেলাই), বদরুল আলম, তাজুল ইসলাম, সদস্যা আলফাতুন নেছা, নূরজাহান বেগম, অপর্ণা রানী দাস প্রমুখ।
এছাড়াও পূর্বজাফলং ইউনিয়ন পরিষদ মাঠে ৩৫০ জন হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করেন পূর্বজাফলং চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সাইদুল ইসলাম, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল কাদির, লিটন মিয়া, শাহ আলম, খয়ের আহমদ, রাবেয়া বেগম, রেজিয়া বেগম, সালামা বেগম প্রমুখ।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানিয়েছেন, গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে।
তিনি আরো জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৩১ টন জিআর চাল গোয়াইনঘাটে বিতরণ করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৫ শ পরিবার ৩০ কেজি করে ভিজিএফ চাল এবং ১৬ শ পরিবারকে ২ বছর মেয়াদি ৩০ কেজি করে ভিজিডি চাল প্রদান করা হচ্ছে।
Leave a Reply