গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি লুৎফুল হক খোকন। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মিফতাউল কবির মিফতা, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, লেঙ্গুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রাব্বানী, ওলামা দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জাসাস সভাপতি নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন যুবদলের সভাপতি আলীম উদ্দিন ও সাধারণ সম্পাদক সায়েদ।
Leave a Reply