গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ভিজিএফের ২৫ বস্তা চাল পাচারের সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় উপজেলা সদরের সবজি বাজার পয়েন্ট দিয়ে জাফলংয়ে এই ৩ জন সহ চাল বোঝাই পিকআপ ভ্যানটিও (সিলেট ন-১১-২১৮৯) আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলীরগাঁও ইউনিয়নের পূর্নানগর গ্রামের হাসমত উল্লাহর ছেলে ফারুক আহমদ, শফিকুর রহমানের ছেলে মজুল মিয়া ও গাড়ি চালক এবাদ। এ ঘটনায় এসআই সমিরণ চন্দ্র দাস বাদি হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply