বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় ৭৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে।
বৃহস্পতিবার, ১৫ জুন বিকেল ৪টার দিকে ৪৮ বিজিবির নোয়াকোট ও সংগ্রাম বিওপির চৌকস টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৭৩ লাখ ৬৫ হাজার ৬০০ টাকার এই শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়; কিন্তু বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সিলেট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো রিয়াদুল ইসলাম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানির মালামাল আটকে সিলেট ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলার ছনবাড়ী বাজার সড়ক ও সিঁড়িরঘাট নামক স্থানে দুইটি বিশেষ টহল পরিচালনা করা হয়।
উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানির মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য বিবরণী
Leave a Reply