গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চম্পা রানী দাশ লিপি (২২) নামের ব্র্যাকের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার নগেন্দ্র দাশের মেয়ে।
পুলিশ জানায়, চম্পা রানী দাশ লিপি বছর খানেক আগে ব্র্যাক রাধানগর শাখায় যোগদান করেন। সেখানে ভিত্রিখেল গ্রামে দীনেশ ধরের বাড়িতে থাকতেন। মঙ্গলবার দুপুরে অফিস থেকে বাসায় ফিরে বিশ্রামের কথা বলে তিনি তার কক্ষে যান। সন্ধ্যায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply