গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযোদ্ধাদেরকে অনুরোধ জানিয়েছেন।
শনিবার সকালে গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ পালের সভাপতিত্বে ও আহমেদ মুস্তাকিনের পরিচালনায় পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, প্রকৌশলী ফখরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, ওসি দেলওয়ার হোসেন, অধ্যক্ষ ফজলুল হক, চেয়ারম্যান আব্দুস ছালাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন আলীম উদ্দিন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মঞ্জুর আহমদ ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ।
Leave a Reply