গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রঙ্গণ বের হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এলাকার রাজনৈতিক ও সরমাজিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং অভিভাবকরা অংশ নেন।
আনন্দ শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছলিম উল্লাহ সেলিম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক, এসএমসি সদস্য লুৎফুল হক, সুভাষ চন্দ্র পাল ছানা, লোকমান উদ্দিন, হবিব আহমদ, জিল্লুর রহমান প্রমুখ।
Leave a Reply