গোয়াইনঘাট প্রতিনিধি : প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিনের নিজস্ব অর্থায়নে মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যে হারমোনিয়াম দেয়া হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোলাম মাসুদ লিটনের পরিচালনায় হারমোনিয়াম প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিমনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আব্দুল আলিম, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক, মুসলিমনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ মামুন খোকন, বৃহত্তর মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি আনু মালিক লিটন, যুবলীগ নেতা মুজিবুর রহমান, আফাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক ও মুসলিমনগর সূর্যতরুণ সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রমুখ।
Leave a Reply