গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় পান্তুমাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৫টায় পান্তুমাই বড়হিল ফুটবল মাঠে পান্তুমাই গ্রামবাসী আয়োজিত খেলায় লাদেন একাদশ হরিপুর ও ইলেভেন ব্রাদার্স হরিপুরের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ২-০ গোলে লাদেন একাদশ হরিপুরকে হারিয়ে ইলেভেন ব্রাদার্স হরিপুর চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সালামের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া ছাত্তার, সদস্য সচিব জাহিদ খান, ইউপি সদস্য ফারুক আহমদ, আব্দুল মুমিন, কালাম আহমেদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রুহোল আমিন। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, খেলা পরিচালনা কমিটির সভাপতি লতিফ মিয়া, যুবনেতা ছাদিকুর রহমান, খলিলুর রহমান, সামছুদ্দিন কামাল, বাবুল আহমেদ প্রমুখ। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আফছার আহমেদ।
Leave a Reply